বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:২১ অপরাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০১৬
বরগুনা জেলার পাথরঘাটায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪শ’ কেজি ইলিশের জাটকা আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে জাটকাগুলো আটক করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, ভোরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লালদিয়ার চর এলাকায় একটি ট্রলার আটক করে। এসময় ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ৪শ’ কেজি জাটকা পাওয়া যায়।
আটককৃত জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, জাটকা শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ইলিশের বংশবৃদ্ধি, জাটকানিধন বন্ধের পাশাপাশি ব্যাপক গণসচেতনতা সৃষ্টি ও জাটকা সংরক্ষণে নানা উদ্যোগ এবং আইন প্রণয়ন করেছে সরকার।