৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় প্রেমে ব্যর্থ হয়ে মেয়ের ভাইকে মারধর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩২ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০১৬

বরগুনা: বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নে প্রেমে ব্যর্থ হয়ে মেয়ের ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা।

 

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার গর্জনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন বখাটে তাদের পথরোধ করে প্রেমে সাড়া দেওয়ার বিষয়ে এক ছাত্রীর মতামত জানতে চায়। বিষয়টি জানতে পেরে মেয়েটির ভাই ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলেই স্ট্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নলটোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, আইনের মাধ্যমে ইফটিজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, মারধরের ঘটনা শুনেছি। ইভটিজিংকারীদের আটকের চেষ্টা চলছে।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন