িনিট আগের আপডেট বিকাল ৪:৫৬ ; বৃহস্পতিবার ; সেপ্টেম্বর ২৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরগুনায় ফুটপাত গুলোতে ১০০ টাকায় বিক্রি হচ্ছে শীতবস্ত্র

বরিশালটাইমস রিপোর্ট
২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

বার্তা প্রতিবেদক, বরগুনা:: লাইচ্ছা থুইছি বাইচ্ছা লন, ১০০ টাকায় বাইচ্ছা লন।এমন হাঁক ডাক দিয়ে বিক্রি হচ্ছে শীতবস্ত্র। অতিরিক্ত ঠাণ্ডা শুরু হওয়ায় বরগুনায় গরম কাপড়ের চাহিদা বেড়ে গেছে। বেচাকেনা জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতে। নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরনো কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে বরগুনা শহরের পৌর মার্কেটের সামনে বসে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা গেছে পুরনো কাপড়ের দোকানগুলোতে।

নিম্ন আয়ের নারী-পুরুষ উভয়ই কিনছেন শীতের পোশাক। কেউ পোশাক গায়ে জড়াচ্ছেন, আবার কারো পছন্দ হলেই টাকা দিয়ে পোশাক নিয়ে চলে যাচ্ছেন।

বিক্রির উদ্দেশে খুলনা থেকে বরগুনায় শীতবস্ত্র নিয়ে আসা দোকানি হাসান ও হোসাইন বরিশালটাইমসকে জানান, পুরাতন সোয়েটার, জাম্পার, জ্যাকেট মাত্র ১০০ টাকায় বিক্রি করছি। এখানে শীত বেশি হওয়ায় পোশাক যা এনেছি সব বিক্রি হয়ে যাবে। হয়তো আবারও খুলনা থেকে শীতবস্ত্র আনা লাগবে।

ফুটপাতের পাশে শীতবস্ত্র ব্যবসায়ী দেলোয়ার ও আক্কাস বলেন, নিম্নবিত্ত থেকে শুরু করে প্রায় মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা প্রতিনিয়ত ভিড় করছেন দোকানে। আমরা সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হাত-পায়ের মোজা ইত্যাদি পোশাক বিক্রি করি। যার সর্বনিম্ন দাম ৬০ টাকা এবং সর্বোচ্চ ৩০০
টাকা।

শীতের কাপড় কিনছেন ক্রেতারা। সদরঘাট মসজিদের সামনের শীতবস্ত্র ব্যবসায়ী আলী হোসেন জানান, ইংল্যান্ড, থাইল্যান্ড, অস্ট্রেলিয়ার সব ধরনের পোশাক বিক্রি করি। পোশাকের দাম ৩০০ থেকে ১০০০ টাকা।

পুরাতন জ্যাকেট বিক্রেতা কানন জানান, দাম কম শুনে অনেকে বেছে কিনছেন। বেচাকেনা কিছুটা জমে উঠেছে। প্রতিদিন ১০-১৫টি জ্যাকেট বিক্রি করতে পারি। প্রতিটি জ্যাকেট ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতবস্ত্র কিনতে আসা হাসিবুল ইসলাম এবং লিমা আক্তার জানান, শীতের তীব্রতা বাড়ছে, তাই পোশাক কিনতে এসেছি। ঘরের সবার জন্য ২০০০ টাকায় পোশাক কিনেছি।

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বরিশালটাইমসকে জানান, জেলা প্রশাসন থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ চলছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শীতবস্ত্র বিতরণ করার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

বরগুনা, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ঝালকাঠিতে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের  ‘দাফনের’ পর জীবিত উদ্ধার, আবারও লাপাত্তা সেই নারী  নেছারাবাদে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত  বরিশালে এক কেজি গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২  সুখবর: দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা  বাংলাদেশের প্রথম ডেঙ্গু টিকা চার ধরনেই কার্যকর  বাঙালির স্বপ্নপূরণের নির্ভীক কারিগর শেখ হাসিনা  ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে কারাগারে শিক্ষক  ভুয়া ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২  সাঈদীর জন্য দোয়া, চাকরি গেল মডেল মসজিদের ইমামের