বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:৫৯ অপরাহ্ণ, ০৬ জুন ২০১৬
বরগুনা: জেলার পাথরঘাটায় বজ্রপাতে রবিউল নামে ১০ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১টায় পাথরঘাটা স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল পাথরঘাটা কে.এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। আগামী এসএসসি পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পাথরঘাটা স্টেডিয়াম মাঠে ফুটবল খেলছিল নিহত রবিউল। এ সময় একটি বজ্রপাতে মৃত্যু হয় তার।