আদালতের নির্দেশ উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের একটি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিলেছে। বৃহস্পতিবার রাতে নাচনাপাড়া গ্রামের পাখি বেগমের ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে অন্তত ৬ জন আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
ভুক্তভোগী পাখি বেগমের ছেলে শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের বসত ঘরের জমি নিয়ে বিরোধ চলছিলো তাদের (শফিকের) চাচাদের সাথ। স্থানীয় ভাবে এই বিরোধ মিমাংসা না হওয়ায় গত ২২ মার্চ পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেন তার মা মোসা. পাখি বেগম। ওই দিনই আদালতের নির্দেশে পাথরঘাটা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে শান্তিু বিঘ্নিত হয় এমন কোন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি নোটিশ দেন।
তিনি আরও বলেন- আদালতের এমন নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে তাদের প্রতিপক্ষ নাচনাপাড়া গ্রামের হাফেজ গোলাম মোস্তফার ছেলে মাসুদ (৪২) ও তার সহযোগীরা তাদের বিরোধপূর্ণ জমিতে থাকা বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। ভাঙচুর ও লুটপাটের এক পর্যায়ে তাদের ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। এরপর তাদের ঘরটিকে ভেঙে ফেলে দিয়ে সেই স্থানে তাদের প্রতিপক্ষরা নতুন ঘর তুলছেন বলেও অভিযোগ করেন শফিকুল ইসলাম।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদের সাথে বিভিন্নভাবে য্গোযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন- ঘটনাটি তিনি জানেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বরগুনা