৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনায় বাল্যবিয়ে দিতে গিয়ে বাবা আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১২ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৬

বরগুনায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করতে গিয়ে বাবা মোশাররফ হোসেন আটক হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন থেকে তাকে আটক করা হয়।

পরে মেয়ের বাল্যবিয়ে না দেয়ার প্রতিশ্রুতির মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম।

তিনি জানান, বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে আটক করা হয়েছিল। মুচলেকায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন