৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরগুনায় বাল্যবিয়ে পড়ানোয় কাজীর কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩২ অপরাহ্ণ, ০৩ জুন ২০১৬

বরগুনা: বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে কাজী মাওলানা মো. সাইদুর রহমানকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের চরকলোনিতে ওই কাজীর নিজ বাসভবনে একটি বাল্যবিয়ে সম্পাদনের সময় বর এবং কনের অভিভাবকদের হাতেনাতে আটক করে সবাইকে জেল ও জরিমানা করা হয়েছে।

এ সময় ওই কাজী ভ্রাম্যমাণ আদালতকে বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলেন। ধর্মীয় ফতোয়া দিয়ে রাষ্ট্রীয় আইন নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই কাজীর বাসভবনে বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে ইমরানের সঙ্গে একই গ্রামের ১৩ বছরের এক মেয়ের বিয়ে সম্পাদন করেন ওই কাজী। এ খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ধরে ফেলে তাকে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানাসহ ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বর ইমরানকে (১৭) ৩ দিন, বরের বড় ভাই জাকারিয়া জাকিরকে ৭ দিন এবং কনের চাচা নুরুল ইসলাম হাওলাদারকে ৫০০ টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন