বরগুনা: বরগুনার আমতলীতে বাচাপায় স্বরুব আলী প্যাদা (৬০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আমতলী-পটুয়াখালী সড়কের চুনাখালীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে একটি বাস আমতলী-পটুয়াখালী সড়কের চুনাখালীতে একটি টমটমকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই আলী প্যাদা (৬০) নিহত হয়। এতে আহত হন তার ৫ বছরের নাতি আখিনুর, মোস্তফা প্যাদা (৫২) ও বেলায়েত হোসেন (৩২)।
আহদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, স্বরুব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা