বরিশাল: ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট থেকে মুক্তি পেতে বরগুনায় সাব গ্রিড স্টেশন নির্মাণের দাবিতে বিদ্যুৎ অফিসে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
সোমবার জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সদস্যরা বেলা সাড়ে বারোটা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বলে জানান বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান।
জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিক আরিফ জানান, জেলায় বিদ্যুতের গ্রিড সাব স্টেশন স্থাপনের দাবিতে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি গত এক বছর ধরে আন্দোলন করে আসছে। এ আন্দোলনের মধ্যেই রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩ ঘণ্টা ও সোমবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত বরগুনাবাসী সাত ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকতে হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির আওতায় তাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্টেশন নির্মাণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মুশফিক আরিফ বলেন, পূর্বের কর্মসূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে এসে সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়।পরে পুলিশের সহায়তায় তারা মুক্ত হন।
সাব-স্টেশন স্থাপনের বিষয়ে জানতে চাইলে রোকনুজ্জামান বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্টেশন নির্মাণ করা হবে।
তিনি বলেন, সাময়িকভাবে ভান্ডারিয়া থেকে বরগুনা পর্যন্ত ৬৮ কিলোমিটারের ৩৩ কেভি লাইনে আর্থওয়ার লাগানোর কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে আর্থওয়ার লাগানোর কাজ শেষ হবে।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা