বরগুনায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় রুবি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ মারা যান।
অভিযোগ পাওয়া গেছে- গৃহবধূকে তার ভাসুর রহিম, ভাসুরের ছেলে নজরুল (২২) ও শহিদ নামে তিনজন কুপিয়ে জখম করেন। রাতে উন্নত চিকিৎসার জন্য বরগুনা থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একইদিন বেলা ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের আজগড়কাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবি ওই এলাকার বাসিন্দা মহারাজে স্ত্রী। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান- পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতান্ডার একপর্যায়ে ভাসুরের ছেলে নজরুল দেশীয় রামদা দিয়ে এলোপাতারি আঘাত রুবিকে।
এতে রুবি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান বরিশালটাইমসকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ বরগুনা পৌঁছানোর পর ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হবে। নজরুলসহ অন্যদের আটকের চেষ্টা চলছেও বলে জানান ওসি।”
শিরোনামবরগুনা