১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় ভুয়া ডাক্তার শনাক্ত, চেম্বারে সিলগালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বরগুনা শহরে জহিরুল ইসলাম সৌরভ নামে এক ভুয়া ডাক্তারকে শনাক্ত পরবর্তী তাঁর চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজেদুল ইসলাম চেম্বারটি সিলগালা করে দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়- বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জহিরুল ইসলাম সৌরভের চেম্বারে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি চেম্বারে ছিলেন না। এ সময় সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার পাশাপাশি চেম্বারে জহিরুল ইসলাম সৌরভের ডাক্তারি সনদপত্রের কোন বৈধতা না পাওয়ায় চেম্বারটি সিলগালা করা হয়েছে।

এছাড়া অভিযুক্ত জহিরুল ইসলাম সৌরভকে দেখা করতে বলা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজেদুল ইসলাম।’

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন