বরগুনা: অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পাদনসহ নানা অনিয়মের অভিযোগে বরগুনা সদর উপজেলার ক্রোক কেরামতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্তকৃত সুপারের বিরুদ্ধে মাদ্রাসার বিভিন্ন উৎস্য থেকে আয় হওয়া প্রায় ২২ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মাদ্রাসা সূত্র জানায়, মাহবুবুর রহমান উন্নয়নের ফান্ডের কথা বলে শিক্ষক নিয়োগ বাবদ আয় ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বরাদ্দসহ ২২ লক্ষাধিক টাকা নিয়ে ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
তবে মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি স্বচ্ছতার সঙ্গে দ্বায়িত্ব পালন করেছি। আমাকে বিধি মোতাবেক বরখাস্ত করা হয়নি।
এ বিষয়ে বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হালদার বলেন, সুপারের বিরুদ্ধে অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Other, খবর বিজ্ঞপ্তি, বরগুনা