১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনায় ‘মা ইলিশ’ ধরায় ১৯ জেলের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৪ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৬

নিষেধাজ্ঞার পরও ‘মা ইলিশ’ ধরার অভিযোগে বরগুনার পাথরঘাটায় ১৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চর ও জিনতলা এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।

আটক জেলেদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। ১৯ জনের মধ্যে ১৬ জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে দেওয়া এক মাস করে কারাদণ্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান সাংবাদিকদের জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান চালানো হয়। সেই অভিযানে লালদিয়ার চর ও জিনতলা এলাকায় ‘এফবি জাকির’ ও ‘এফবি শারমিন’ নামের দু’টি ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলার দুটিতে থাকা জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমান আদালত। প্রায় তিন লাখ মিটার জাল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বরগুনা জেলায় ছয়টি অভিযান চালানো হয়।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন