বরগুনার ইটবাড়িয়া মটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বরিশালটাইমসকে জানান, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে একজন যাত্রী নিয়ে পুরাকাটার দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান আসলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই নারীর মৃত্যু হয়।
এবং গাড়ির মোটরসাইকেল চালক আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আহত চালককে চিকিৎস্যার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহত নারীর কোনো পরিচয় জানা যায়নি।
বরগুনা