বরগুনার পাথরঘাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সন্ধায় কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।
ওই যুবতীর বাড়ি একই উপজেলার সদরের পূর্ব বাদুরতলা গ্রামে। ধর্ষক পশ্চিম বাদুরতলা গ্রামের মো. নুরুল ইসলাম প্যাদার ছেলে বেল্লাল হোসেন প্যাদা ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামিম বরিশালটাইমসকে বলেন, আসামি বেল্লাল প্রায় সময় মোবাইল ফোনে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং ৯ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৬ নবেম্বর রাত দেড়টার দিকে বেল্লাল হোসেন ফোনে কিশোরীর বাড়ি থেকে তার গ্রামের একটি ভাড়া বাড়িতে ডেকে নেন।
সেখানে তাকে ধর্ষণ করেন। ওই দিন সকালে পদ্মা পুলিশ ফাড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে একটি ঘর থেকে উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসেন। পুলিশের খবর পেয়ে প্রতারক বেল্লাল হোসন পালিয়ে যায়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বরিশালটাইমসকে বলেন, ধর্ষিত কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা মেডিকেলে পাঠান হয়েছে।
সেই সাথে ধর্ষক বেল্লাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
বরগুনা