বিদ্যালয়ের শ্রেনীকক্ষে শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে বরগুনা রেডক্রিসেন্ট বিদ্যা নিকেতনের শিক্ষক সালাহ উদ্দিনকে দেয়া হয়েছে ৩ মাসের কারাদন্ড।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হাসান মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ দিয়েছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হাসান জানান, বরগুনা সদর উপজেলার বদরখালী
ইউনিয়নের বাওয়ালকর গ্রামের সুলতান আকনের ছেলে সালাহ উদ্দিন রেডক্রিসেন্ট বিদ্যা নিকেতনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করছেন। আজ সকাল সাড়ে আটটায় পঞ্চম শ্রেনীর ৪জন শিক্ষার্থী তার কাছে প্রাইভেট পড়তে গিয়েছিলো।
পরে দুজন শিক্ষার্থী চলে যাবার পরে দুজন ছাত্রী তার কাছে প্রাইভেট পড়ছিলো। তাদের মধ্যে একজন শিক্ষার্থীকে কৌশলে বাইরে পাঠিয়ে অন্য ছাত্রীকে শারিরিকভাবে নির্যাতন করেছে অভিযুক্ত শিক্ষক। এর পর ভ্রাম্যমান আদালতে ওই শিক্ষক অপরাধ শিকার করায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
বরগুনা থানার এসআই আবু হানিফ জানান, সালাহ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ভোলা