বরগুনার পাথরঘাটা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয় দিয়ে মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক কলেজ নৈশপ্রহরীকে তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা শহরের ডিগ্রী কলেজ থেকে মোটরসাইকেলযোগে তাকে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রত্যক্ষদর্শী ওই কলেজের আরেক নৈশপ্রহরী জয়নাল হাওলাদার বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশকে বর্ণনা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী জয়নাল সাংবাদিকদের জানিয়েছেন- রাতে তিনি আর জাহাঙ্গীর পাহারা দিচ্ছিলেন। দিবাগত রাত ২ টার দিকে দুইটি মোটরসাইকেলযোগে ৪ জন লোক এসে নিজেদেরকে র্যাব পরিচয় দেন। পরবর্তীতে অস্ত্রের মুখে জিম্মি করে জাহাঙ্গীরকে মোটরসাইকেলে তুলে জেলা শহরের দিকে চলে যায়।
কিন্তু বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব ৮) উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বরিশালটাইমসকে বলছেন- তাদের পক্ষ থেকে এ ধরনের কোন অভিযান পরিচালিত হয়নি বা কাউকে নিয়ে আসার মতও ঘটনা নেই। তবে এই বিষয়ে অভিযোগ পেলে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে র্যাব মাঠে নামবে।’
এই প্রসঙ্গে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বরিশালটাইমসকে জানিয়েছেন- প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী মৌখিক অভিযোগের ভিত্তিতে অপহৃত নৈশপ্রহরীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কে বা কারা তুলে নিয়ে গেছে তদন্ত না করে কোন মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে বেলা সোয়া তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।’’
শিরোনামবরগুনা