বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:৩৭ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৬
বরগুনা সদর উপজেলার বানিয়াতলী ইউনিয়নে জাল ভোট দেয়ার সময় দু`পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ সময় জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ১৩ জন আহত হয়।
আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে পুলিশ ২ রাউন্ড গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।