বরগুনায় স্কুলছাত্রীকে অপহরণ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিয়াজ (১৯) নামে এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রিয়াজ বরগুনা সদর উপজেলার ঢলুয়া গ্রামের মো. হুমায়ূন কবিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি মোস্তাফিজুর রহমান বাবুল।
জানা যায়, মামলার বাদী ২০০৮ সালের ২২ আগস্ট বরগুনা থানায় ওই দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে অভিযোগ দেন। বাদীর মেয়ে বরগুনার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করত। ২২ আগস্ট সকাল ৭টার সময় প্রাইভেট পড়তে যাওয়ার পথে রিয়াজ তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ৪ দিন পর সে ঢাকার একটি বাসা থেকে উদ্ধার হয়।
স্থানীয়রা অভিযুক্ত রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। মামলাটি তদন্ত শেষে বরগুনা থানার এসআই মো. সাইফুল ইসলাম ৩১ ডিসেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পিপি বলেন, আসামি দুই বছর জেলহাজতে ছিল। জামিনে গিয়ে পলাতক হয়েছে।
বরগুনা, বিভাগের খবর