৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরগুনায় স্ত্রী নির্যাতনের মামলায় কারাগারে স্বামী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০১৮

বরগুনার তালতলীতে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান।

আসামি আসিফ উপজেলার বথিপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আসিফের স্ত্রী কলেজ পড়ুয়া ফাতিমা বলেন, ৬ আগস্ট আসিফ, শশুর আফজাল ও তার সতিন পাঁচ লাখ টাকা যৌতুক চেয়ে নির্যাতন করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনায় মামলা করেন তিনি। আদালত মামলাটি তালতলী থানায় পাঠায়। ১১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম আসামিদের অব্যাহতি দিয়ে প্রতিবেদন দেন।

বাদী ফাতিমা ১১ নভেম্বর বিচারিক আদালতে নারাজি দাখিল করলে বিচারক মো. হাফিজুর রহমান পুলিশের প্রতিবেদন অগ্রাহ্য করে আসিফ ও তার বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে হাজির হলে বাবাকে জামিন দিয়ে ছেলেকে কারাগারে পাঠায় আদালত। বাদী ফাতিমা বলেন, এতদিন পর আমি ন্যায় বিচার পেয়েছি।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন