বরগুনা: বরগুনার গোলবুনিয়া-ছোনবুনিয়া গ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক স্বামী সাইদুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বরগুনার চালিতাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া-ছোনবুনিয়ার গ্রামে সাইদুল ইসলামের বাড়ি থেকে তার স্ত্রী খাদিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে সাইদুল ইসলাম পলাতক ছিলেন।
এরপর জনস্বার্থে বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামাল বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাইদুল ইসলাম শিকদার, শ্বশুর শাহ আলম শিকদার, শাশুড়ি শেফালী বেগম, মামা শ্বশুর জাকির শিকদার ও নাসির শিকদারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন স্বামী সাইদুল ইসলাম। বাকিরা এখনো পলাতক।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা