বরগুনা: বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার খেজুরতলা ও বরগুনা-পুরাকাটা সড়কের মস্তকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শুধু মো. মহিউদ্দিনের (২৬) নাম জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মো. সেন্টু নামে এক ব্যক্তি আহত এক বৃদ্ধকে (৬৫) উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, প্রথমে এ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওই বৃদ্ধের কোনো স্বজন না থাকায় তা সম্ভব হয়নি।
অপরদিকে, মস্তকটানা এলাকায় রাস্তার পাশে একটি মোটরসাইকেল নিয়ে আহত অবস্থায় মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ। এ অবস্থায় তারা মহিউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিনের পরিবারিক সূত্রে জানা গেছে, মহিউদ্দিনের স্ত্রী ও মেয়ে পটুয়াখালী থাকে। ঈদুল আজহা উপলক্ষে দুপুরে তাদের বাড়ি আনতে মোটরসাইকেলে করে পটুয়াখালী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা