৩৫তম বিসিএসএ বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ বরগুনার ১৫ তরুণকে সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা পুলিশ। একই সময়ে ৬৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে বরগুনা জেলায় সংযুক্ত থাকা অপর পাঁচ কর্মকর্তাকেও সংবর্ধনা দেয় জেলা পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বিজয় বসাক। এ সময় উত্তীর্ণদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও তাদের বাবা-মায়েদের গর্বিত অভিভাবক হিসেবে সম্মাননা ক্রেস্ট দেন পুলিশ সুপার বিজয় বসাক। আলোচনা অনুষ্ঠানে দেশ ও দেশের জনগণের সেবায় সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য রাখেন ৩৫তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণরা।
অনুষ্ঠানে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন মো. শামীম আহসান শামীম (শিক্ষা), মো. তরিকুল ইসলাম বাবু (শিক্ষা), মো. রিয়াজুল হক রুবেল (শিক্ষা), রুম্মান মাহমুদ হাসান (শিক্ষা), কামরুন নেছা সুমি (কৃষি), খালেদা আক্তার (শিক্ষা), মো. সাফিক রহমান (স্বাস্থ্য), মো. সাইফুল ইসলাম রাকিব (শিক্ষা), মো. নূরুল আলম (শিক্ষা), মো. রবিউল ইসলাম শামীম (পুলিশ), মো. নাহিদুর রহমান বাপ্পি (প্রশাসন), আব্দুল কাইয়ূম পান্না (প্রশাসন), জহিরুল ইসলাম জহির (প্রশাসন), মো. আরিফুল ইসলাম প্রিন্স (প্রশাসন) এবং মো. রবিউল ইসলাম রবি (প্রশাসন)।
এছাড়া ৬৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে বরগুনা জেলায় সংযুক্ত থাকা অপর পাঁচ কর্মকর্তা হলেন মো. সাখাওয়াত হোসেন (সহকারী কমিশনার), মো. আলাউদ্দিন (সহকারী প্রকৌশলী), মো. রাকিব হাসান (উপজেলা মৎস্য কর্মকর্তা), দোলন চন্দ্র রায় (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা) এবং মোহাম্মদ বিল্লাল হোসাইন (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট)।