বরগুনা: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার প্রস্তুতিকালে বরগুনার পাথরঘাটা থেকে দুই ট্রলারসহ ২০ জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চর ও জিনতলা থেকে কোস্টগার্ড তাদের আটক করে।
আটক জেলেরা হলেন- মো. রাসেল, দুলাল হোসেন, মো. রুবেল মিয়া, মো. কামাল হোসেন, মো. মামুন মিয়া, মো. হাসান, মো. পান্না মোল্লা, মো. জসিম মিয়া, মো. সাইকুল, আবুল কাশেম, আবু তালেব, আয়নাল ঘরামী, মো. স্বপন, মো. বেলাল হোসেন, মোস্তফা কামাল, শাহজালাল, আবুল বাশার, আ. ছালাম, সরোয়ার হোসেন ও মো. হাসান মিয়া। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় বিষখালী নদী সংলগ্ন লালদিয়ার চর ও জিনতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জাকির প্যাদার মালিকানা এফবি জাকির ও মোস্তফা ফরাজীর মালিকানা এফবি শারমিন নামের দুইটি ট্রলার আটক করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ২০ জেলেকে আটক করা হয়। এছাড়াও ট্রলারে থাকা মাছ ধরার জন্য অন্তত ৩ লাখ মিটার জাল জব্দ করা হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, কোস্টগার্ডের অভিযানের বিষয়টি জেনেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার হবে।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা