বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০১৬
বরগুনা: বরগুনার নিশানবাড়ীয়া খেয়াঘাট থেকে ৩০ হাজার পিস বাগদা রেনু পোনা (চিংড়ি) আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের নিশানবাড়ীয়া খেয়াঘাটে অভিযান চালিয়ে পাঁচটি ড্রাম থেকে ৩০ হাজার বাগদা রেনু পোনা আটক করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পোনা চোরা চালানকারীরা।
পাথরঘাটা কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান (এল এস) আবদুল্লাহ আল হীরা বিষয়টি নিশ্চিত করেছেন।