বরগুনা জেলা আ.লীগের সম্মেলনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ১৬ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার অন্তর্গত তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৯ অক্টোবর, আমতলী উপজেলা ৩০ অক্টোবর, পাথরঘাটা উপজেলা ৩১ অক্টোবর এবং সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন ৫ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এসময় আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
বরগুনা, বিভাগের খবর