১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে মারধর, ভিডিও ভাইরাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ মিয়াকে প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভাইরাল তিন মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়াকে চড়-থাপ্পড় দিচ্ছেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা।

এসময় এক পথচারী শাওন মোল্লাকে বাঁধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। এরপর সদর থানার এক পুলিশ সদস্য আলমগীর হোসেন শাওন মোল্লাকে বাঁধা দিয়ে সরিয়ে দেন।

ভিডিওতে দেখা যায় শাওন মোল্লা বলছেন, ছাত্র আন্দোলন প্রতিহত করার কথা বলেছিলেন। এসময় রশিদ মিয়ার চশমা ভেঙে ফেলেন তিনি। এরপর মাথার টুপি ফেলে দিয়ে থাপ্পড় মারেন। সাথে সাথে চোর-ডাকাত বলতে থাকেন।

borguna1

মারধরের শিকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া বলেন, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলাম। এ সময় শাওন মোল্লাসহ আরও কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা হাসাহাসি করেন। এ সময় শাওন মোল্লা আমাকে ডাক দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে আমার কাছে জানতে চান, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে আমি কত টাকা কামাই করেছি, মুক্তিযোদ্ধা পল্লী কীভাবে করেছি।

এ সময় তাদেরকে বলি আমি যদি কোনো অনিয়ম করি তাহলে তার প্রমাণ দেখান। এছাড়া এখনতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আর আমিও মুক্তিযোদ্ধা কমান্ডার নই। তখন আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে আমাকে বিভিন্ন ধরনের গালাগালিসহ আমাকে মারধর করা হয়। আমি এ ঘটনায় আইনি পদক্ষেপে নিবো।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখতে হবে।’

176 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন