বরগুনা: বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ফুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ওই ধর্ষককে আটক করা হয়।
ফুল মিয়া তালতলী উপজেলার ইদুপাড়া গ্রামের মৃত আফেজ উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাবা-মা ওই শিক্ষার্থীকে বাড়িতে একা রেখে সোনাকাটা ইকোপার্কের নদীতে মাছ ধরতে যায়। ফুল মিয়া ওই শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলুর রহমান জানান, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা