বিতর্কের শেষ ছিল না ছবিটিকে ঘিরে৷ অবশেষে ২৫ জানুয়ারি পদ্মাবত মুক্তি পেয়েছে৷ তার আগে থেকেই অবশ্য দর্শকদের মুখে মুখে ফিরছে ঘুমর গানটি৷ শনিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
ইতিমধ্যেই এর আয় ১০০ কোটি ছাড়িয়ে গেছে৷ সঞ্জয় লীলা বানশালী পরিচালিত এ সিনেমায় অভিনয় করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুর।
তবে এবার বরফের ওপর ঘুমর গানের ওপর নাচ করে তাক লাগালেন আইসস্কেটিং শিল্পী ময়ূরী ভান্ডারি৷ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও৷ ১৭০০০-এর বেশি দর্শক দেখে ফেলেছেন এই নাচ৷
এর আগে, ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এনবিএ বা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের একটি খেলার ফাঁকে দেখা যায় মাঠে ‘ঘুমর’ গানের সঙ্গে নাচছেন একঝাঁক মার্কিন নৃত্যশিল্পী। খেলার বিরতিতে দর্শকদের আনন্দ দিতেই মাঠে এই আয়োজন করা হয়। নাচের দলে কয়েকজন ভারতীয় নৃত্যশিল্পী ছিলেন, তবে মার্কিনীদের সংখ্যাই ছিল বেশি। গ্যালারিতে বসা দর্শকও বলিউডি গানের তালে মার্কিন শিল্পীদের নাচ ভালোই উপভোগ করেন।
বিনোদনের খবর