বহুল কাঙ্ক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা চালু হচ্ছে আজ সোমবার (১৯ ফেব্র“য়ারি)। সন্ধ্যায় মোবাইল অপারেটরগুলো ফোর-জির লাইসেন্স বুঝে পাবে। এরপরই চালু করবে ফোর-জি সেবা পাবে দেশবাসী। বিশেষ করে এই আওতায় বরিশালও আসছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘সন্ধ্যায় ঢাকা ক্লাবে অপারেটগুলোর মধ্যে লাইসেন্স হস্তান্তর করা হবে।
এরপর তারা আনুষ্ঠানিকভাবে ফোর-জি চালু করবে।’ এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন- ‘আনুষ্ঠানিকভাবে আজ চালু হলেও মোবাইল অপারেটরগুলো কয়েক দিন আগে থেকেই পরীক্ষামূলক ফোর-জি সেবা দিচ্ছে। শুরুতে প্রযুক্তিগত সমস্যা কিছুটা থাকবে। তবে সময় গড়ানোর সঙ্গে তা ঠিক হয়ে যাবে।’
এরআগে গত মঙ্গলবার ঢাকা ক্লাবে ফোর-জির তরঙ্গ নিলাম হয়। নিলাম থেকে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন ও বাংলালিংক। এর মধ্যে বাংলালিংক ১০.৬ এবং গ্রামীণফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে থ্রি-জি ইন্টারনেটের গড় গতি ৩ দশমিক ৭৫ এমবিপিএস (মেগাবিটস প্রতি সেকেন্ড)। আর বিশ্বে ফোর-জি প্রযুক্তির গড় গতি ১৬ দশমিক ৬ এমবিপিএস।
ভারতে ফোর-জির গড় গতি বর্তমানে ৬ দশমিক ১৩ এমবিপিএস। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ডের
মতো দেশে ফোর-জির গতি ৯ থেকে ১৪ এমবিপিএসের মধ্যে। ফোর-জি গতিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দুই দেশ হলো সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।
বিশ্বজুড়ে ৩৮ লাখ স্মার্টফোন ব্যবহারকারীর ৫ হাজার কোটি তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে একেকটি দেশের ফোর-জি ইন্টারনেটের গতি নির্ধারণ করে ওপেনসিগন্যাল।’
শিরোনামOther