বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি পারাবত ১১ থেকে খাইরুল বিশ্বাস (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বরিশালগামী ওই লঞ্চটিতে ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে আটক করে যাত্রীরা।
পরে একচোট দিয়ে লঞ্চের ভেতরে বেঁধে রাখে। শুক্রবার সকালে লঞ্চটি বরিশাল টার্মিনালে আসলে তাকে ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয় লঞ্চ স্টাফরা।
ছিনতাইকারী খাইরুল বিশ্বাস বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সাহেব আলী বিশ্বাসের ছেলে।
ওই লঞ্চের মাস্টার কবির সিকদার বরিশালটাইমসকে জানিয়েছেন- লঞ্চের ৫৪ নম্বর কেবিনের জানালা খোলা থাকার সুযোগে রাত ১১টার দিকে ভেতর থেকে ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করেন।
ওই সময় লঞ্চ স্টাফরা ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দিয়ে আটকে রাখে। পরবর্তীতে তাকে বরিশাল নৌপুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।”
বরিশালের খবর