বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৪১ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০১৯
নিজস্ব বার্তা পরিবেশক:: সংবাদপত্র সমন্বয় পরিষদের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজপোর্টাল বরিশালটাইমস’র সহকারি সম্পাদক মুরাদ হোসেন। তাঁর বিপক্ষে কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ কামাল ও সাধারণ সম্পাদক মনবীর আলম খান।
বরিশালটাইমস পত্রিকার পক্ষ থেকে নবনির্বাচিত সহ-সভাপতি মুরাদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন সম্পাদক শাকিব বিপ্লব, নির্বাহী সম্পাদক মো. শামীম বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম বার্তা সহকারি জি এম সাইদুল ইসলাম এবং মাহাদী হাসান।
মুরাদ হোসেন এক যুগের বেশি সময় ধরে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করছেন। বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মুরাদ জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবেও নিয়োজিত। এছাড়া তিনি দৈনিক আজকের বার্তাসহ আরও বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।