বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে খুবই শিগগিরই আরও দুটি স্প্যান বসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত মঙ্গলবার জাতীয় সংসদে অ্যাডভোকেট নাভানা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, খুবই শিগগিরই আরও দুটি স্প্যান বসবে। তৃতীয় স্প্যানটি বসানোর ৭/১০ দিনের ব্যবধানে একটি করে স্প্যান বসতে থাকবে। এভাবে ৪১টি স্প্যান বসানো হবে।
প্রধানমন্ত্রীর মাধ্যমে স্প্যান বসানোর কাজ উদ্বোধন করতে সরকারের পরিকল্পনা ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা ঐতিহাসিক ওই মুহূর্তে প্রধানমন্ত্রীকে চেয়েছিলাম। সে সময় শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী দেশে থাকতে পারেননি। প্রধানমন্ত্রীর জন্য আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি জবাবে বলেছিলেন, একমিনিটও পদ্মা সেতুর কাজ বিলম্বিত হবে না। আমি পরে গিয়ে কাজ দেখে আসবো।
বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, চলতি বছরের অক্টোবর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের ভৌত অগ্রগতি ৫১ শতাংশ, নদী শাসন কাজের অগ্রগতি ৩৪ দশমিক ২০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণের অগ্রগতি ৯৯ দশমিক ৬০ শতাংশ।
এছাড়া মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ও সার্ভিস এরিয়া প্রকল্পের অগ্রগতি শতভাগ সম্পন্ন হয়েছে।
শিরোনামবরিশালের খবর