বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১৮ অপরাহ্ণ, ২৭ মে ২০২৩
বরিশালসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে কালবৈশাখী। এ ছাড়া কোনো কোনো জায়গায় হচ্ছে বৃষ্টিপাত। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে আজ শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার হতে থাকে ঢাকার আকাশ। এরপর ঝোড়োহাওয়া শুরু হতে থাকে, বাড়তে থাকে বৃষ্টি।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল বরিশাল, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।’