নারায়নগঞ্জে লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নৌযান শ্রমিক ফেডারেশনের তিন শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে দেশব্যাপী ধর্মঘট পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তির কথা ভেবে বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী লঞ্চসহ অন্যান্য রুটের যাত্রীবাহী নৌযান ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল আঞ্চলিক সভাপতি আবুল হাসেম এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন- গত ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার নারায়নগঞ্জের ৫ নম্বর ঘাটে চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজের শ্রমিক ও লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং নৌযান শ্রমিক ফেডারেশনের শ্রমিকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক ফেডারেশনের তিন শ্রমিক আহত হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বরিশালসহ সারাদেশে মালবাহী কার্গো, কোস্টার, ট্যাংকার, বালুবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে।
আবুল হাসেম বলেন- হামলাকারী সন্ত্রাসীদের বিচার সহ বিভিন্ন দাবি রয়েছে তাদের। এসব দাবি না মানা পর্যন্ত দেশব্যাপী ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন নারায়ানগঞ্জ, মোক্তারপুর, গজারিয়া, মোহনপুর, মেঘনা, হাসাইল চ্যানেলে দিনে-দুপুরে নৌযানে স্বশস্ত্র ডাকাতি সাংঘটিত হচ্ছে। এখানে ডাকাতরা শ্রমিকদের জিম্মি করে সব কিছু লুটে নিচ্ছে এবং শ্রমিকদের মারধর করছে। এসব ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
শ্রমিকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- নৌ যানে কর্মরত শ্রমিকদের বীমা সহ দায়িত্বকালীন হতাহত শ্রমিকদের ১০ লাখ টাকা ক্ষতিপূরন, উৎসব ও মহার্ঘ ভাতা প্রদান, নদীর মধ্যে বয়া-বাতি সহকারে নৌ রুটের নিরাপত্তা, বাংলাদেশ ভারত নৌ রুটের বঙ্গপসাগরের কুতুবদিয়া আউটার চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা, শ্রমিকদের নিরাপত্তা, ভারতগামী জাহাজের লেন্ডিং পাশের ব্যবস্থা, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা প্রভৃতি।
শিরোনামবরিশালের খবর