বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৩ অপরাহ্ণ, ১৪ মে ২০১৬
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১১ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি।
শনিবার বিকেলে ফরিদপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর আঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির।
তিনি জানান, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ তাদের সহযোগির হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলা শুনানী ছাড়াই হাইকোর্টে স্থানান্তরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
মামলাটি পুনঃরায় মানিকগঞ্জ আদালতে ফেরত এতে বিচার কাজ পরিচালনাসহ সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে মামলা নিষ্পতি করার জন্য শ্রমিক নেতারা দাবি জানান।
এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ ও ১৬ মে দক্ষিণাঞ্চলের ১১ জেলার বাস-ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।