বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০১৭
ভারতের (মাল্টিপল এন্ট্রি ভ্রমণ) ভিসা পাঁচ বছরের জন্য এখন বরিশালেও আবেদন করা যাবে। লাগবে না কোন অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু এই খবর সকলকে আনন্দ দিলেও সুফল ভোগ করবেন শুধু মুক্তিযোদ্ধারা।
বিশেষ সৌজন্য স্বীকৃতি দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য ভারত সরকার এই বিধান বর্ধিত করেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। এত দিন শুধু ৬৫ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদন ছাড়াই পাঁচ বছর মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পেতেন। এখন থেকে দেশের মুক্তিযোদ্ধারা এই সেবা পাবেন।
ভিসা পেতে মুক্তিযোদ্ধারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভ্রমণ আবেদনপত্র ঢাকার গুলশানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সরাসরি জমা দিতে পারবেন। এ ছাড়া বরিশাল আইভিএসিতে সরাসরি জমা দেওয়া যাবে।
আবেদনের সঙ্গে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি, আইডি অথবা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি সংযুক্ত থাকতে হবে।
আবেদন জমা দেওয়ার সময় আইভিএসিতে মুক্তিযুদ্ধের সনদের মূল কপি দেখাতে হবে। এ ছাড়া ভ্রমণ ভিসা পেতে অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।”