বরিশালের গৌরনদীতে গাড়িচাপায় নারী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী:: বরিশালের গৌরনদী উপজেলায় গাড়িচাপায় শিল্পী রাণী নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা রাতে উপজেলায় বেজহারএলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপারের প্রাক্কালে তাকে বেপরোয়া গতির একটি যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চল্লিশোর্ধ্ব ওই নারীর মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত নারী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামের পরেশ চন্দ্র মিস্ত্রির স্ত্রী।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই তমাল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা রাতে নারী বাসার পাশে মহাসড়ক পার হচ্ছিলেন এমন সময় বেপরোয়া একটি পরিবহন এসে তাকে চাপা দেয়। এবং অজ্ঞাত ওই পরিবহনটি পালিয়ে যায়। খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার পরবর্তী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পাশাপাশি এই ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা করা হয়েছে, জানান এসআই।’
বরিশালের খবর, বিভাগের খবর