বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০১৯
বরিশাল নগরীর ৪টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৭২০টি কোটার বিপরীতে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ৪টি স্কুলের তৃতীয় শ্রেণি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ৪৯৮ জন ক্ষুদে শিক্ষার্থী। এছাড়া শনিবার অনুষ্ঠিতব্য ওই ৪টি স্কুলের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী। তবে ৪ স্কুলে ষষ্ঠ শ্রেণিতে নির্দিষ্ট কোনো কোটা নেই, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।
প্রতি বছরের মতো এবারও ক্ষুদে শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণিতে ভর্তিতে অভিভাবকদের প্রধান আকর্ষণ নগরীর ৪টি সরকারি স্কুল যথাক্রমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কাউনিয়া) এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় (রূপাতলী)। এসব বিদ্যালয়ে ভর্তি জন্য বছরব্যাপী প্রস্তুতি নিয়ে থাকেন অভিভাবকরা।
বরিশালের চার সরকারি বিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে জিলা স্কুলে ২৪০ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১২০ জন এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হবে ১২০ জন। বৃহস্পতিবার রাতেই তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার ফল ঘোষণার প্রস্তুতি রয়েছে তাদের।
এদিকে, ৪ স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৪৮৪ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৯০ জন, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩৩ জন এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। শনিবার ভর্তি পরীক্ষার পর ফলাফল অনুযায়ী কোটা খালী থাকা সাপেক্ষে ওই ৪ স্কুলে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব।
৪ সরকারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, স্বচ্ছ-সুন্দর প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি করা হবে।