৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালের চিহ্নিত মাদক ব্যবসায়ি ফয়সাল ইয়াবাসহ গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৭

বরিশাল শহরের বাজার রোড এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা শেখ ফয়সালকে (২৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গেয়েন্দা (ডিবি) পুলিশ। ৩০ পিস ইয়াবাসহ তাকে আটকের পরে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেখ ফয়সাল ওই এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক ইমেল বার্তা বিষয়টি সাংবাদিকদের অবহিত করা হয়।

ওই মাদক অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার গোমস্তা।

ডিবি পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকার একটি পাকা ফ্লোরের ওপর শেখ ফয়সালকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।’

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন