বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক তারুণ্যের বার্তা’ পত্রিকাটির প্রকাশনা সাময়িক বন্ধের আদেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এই আদেশ দেন।
এই কর্মকর্তা স্বাক্ষরিত একটি পরিপত্রে বলা হয়েছে- ১৯৭৪ সনের ছাপাখানা ও প্রকাশনা আইনের ৭ ধারা মোতাবেক তারুণ্যের বার্তা পত্রিকাটি ছাপানোর চুক্তিপত্রে আবদ্ধ হন। কিন্তু আবেদনকারী রাজধানীতে অবস্থানকালে ব্যক্তি বিশেষ প্রকাশনা চালিয়ে বিভিন্ন লোকজনের নামে সংবাদ প্রকাশ করেন। এতে সম্পাদক ও প্রকাশক নাছির আহম্মেদ রনির সুনাম ক্ষুন্ন হয়েছে।
ফলে তার আবেদনের প্রেক্ষিতে পত্রিকাটি আপাতত প্রকাশনা বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। এছাড়া ওই পত্রিকাটি কোন প্রেসে ছাপার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
বরিশালের খবর