বরিশালের কয়েক হাজার নেতাকর্মী বিশাল আকারে মিছিল নিয়ে যোগ দিয়েছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
শনিবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত সেই সম্মেলনেই যোগ দিতেই শুক্রবার বরিশাল ছেড়ে ঢাকায় যায় হাজার নেতাকর্মী।’
সকালে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন জাতীয় সম্মেলনের। এদিকে সারা দেশের ন্যায় বরিশাল থেকেও বহু নেতা-কর্মী যোগ দিয়েছেন জাতীয় সম্মেলনে। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনভাগে বিভক্ত হয়ে রাজধানীতে পৌঁছেছে।’
তবে বরিশাল মহানগর থেকে যত নেতাকর্মী সম্মেলনে গেছেন তাদের নেতৃত্বে সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন।
হাজার নেতাকর্মী মিছিল সহকারে সম্মেলনে যোগ দিয়েছেন। মিছিলে শোভা পায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সম্বলিত প্লাকার্ড। সেই সাথে বরিশালের নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবিও।’
হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী। সেই মিছিলে সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
বরিশালের খবর