নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পিকআপভ্যান উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বারআউলিয়াপুর এলাকায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কে পিকআপভ্যানটি চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে এই বিয়োগান্তের ঘটনা ঘটে। পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাদের মধ্যে রুবেল চালক এবং কুদরত হেলপার বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়- স্যাটারিংয়ের মালামাল ভর্তি পিকআপভ্যানটি দ্রুত গতিতে চালিয়ে বরিশালের উদ্দেশে যাওয়ার প্রাক্কালে বাকেরগঞ্জ থানাধীন বার আউলিয়াপুর এলাকায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কে চাকা পাংচার হয়ে উল্টে পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনামবরিশালের খবর