২৯ িনিট আগের আপডেট রাত ৮:২১ ; সোমবার ; সেপ্টেম্বর ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালের বানারীপাড়ায় মুর্তি ভাঙচুর

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

বানারীপাড়ায় বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের দুর্গা মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর রেনুবালা দেবনাথ ঘুম থেকে উঠে মন্দিরের তালা ভাঙা অবস্থা দেখতে পায়। তার পর তিনি মন্দিরের লোকজনকে সংবাদ দেয়। এলাকাবাসী জানায় মন্দিরের উত্তর দিকের গেটের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা মন্দিরের মধ্যে ঢুকে দুর্গা মন্দিরের দুর্গা, গনেশ, কার্তিকের মুর্তিসহ প্রায় ৭/৮টি মুর্তি ভাংচুর করে এবং মুর্তির গায়ে কোপের দাগ রয়েছে।

 

এঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কে বিরাজ করেছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে মন্দিরের সম্পাদক বাবুল দাস বলেন বানারীপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একদল দুর্বৃত্ত এঘটনা ঘটিয়েছে বলে আমার ধারনা। অপরদিকে বানারীপাড়া পূজা উদযাপন পরিষদের সম্পাদক দেবাশীষ দাস এধরনের ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেন বানারীপাড়া উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে একটি কুচক্রী মহল আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার মনে হয়।

 

আমি এই কুচক্রী মহলকে ধিক্কার জানাই এবং এদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যেমে বিচার দাবী করছি। যাতে করে এরকম ঘটনা বানারীপাড়া উপজেলায় দ্বিতীয়বার আর কোন ঘটনা না ঘটে। ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরের ঘটনার রেস কাটতে না কাটতেই আবার বরিশালের বানারীপাড়া উপজেলায় এধরনের ঘটনা হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে ভীতির সৃষ্টি করেছে।

 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সব সময় হুশিয়ারী দিয়ে থাকেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। কিন্তু এধরনের ঘটনা যদি একের পর এক ঘটতে থাকে তাহলে বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে। তাই এই ধনের ঘটনা যাতে আর না ঘটে তার কঠোর ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এলাকাবাসীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন জোরদাবী জানিয়েছেন।

বরিশালের খবর, স্পটলাইট

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত  বরিশালে দুই কেজি গাঁজাসহ কারবারি আটক  মুলাদীতে যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি  ইয়াবাসহ তরুণী আটক  গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন  কাউখালীতে ধানক্ষেত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার  গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই-সিপাহি জনরোষে  আগৈলঝাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড  বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক