অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরেজে অনন্য এক রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচ সিরিজ খেলা অস্ট্রেলিয়ার চার্লি টার্নারকে টপকিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। দুই ম্যাচে চার্লি টার্নারের উইকেট ছিল ১৮টি। সেটাকেই রবিবার টপকে গেলেন মিরাজ। দুই ম্যাচে তার উইকেট সংখ্যা ১৯টি।
রবিবার আরও কিছু রেকর্ড গড়েছেন মেহেদী হাসান। এ দিন এক ম্যাচে ১২ উইকেট নিয়ে স্বদেশী এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে গেলেন। তাদের দুইজনের উইকেট সংখ্যা সমান হলেও গড় উইকেটে এগিয়ে থাকায় সবার উপরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এই মাইলফলকে পৌঁছাতে মিরাজ টপকেছেন সাকিব আল হাসানকে।
চট্টগ্রামের পর ঢাকা টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে বিরল কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে পর পর দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে তিনি তৃতীয়।
অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট :
নাম | দল | প্রতিপক্ষ | উইকেট |
মেহেদী হাসান মিরাজ | বাংলাদেশ | ইংল্যান্ড | ১৯ |
জন জেমস ফেরিস | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৮ |
চার্লি টার্নার | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৭ |
অ্যাডাম হাকলি | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | ১৬ |
টম কেন্ডাল | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৪ |
স্কলিফিল্ড হাই | ইংল্যান্ড | দক্ষিণ আফ্রিকা | ১৪ |
খবর বিজ্ঞপ্তি, খেলাধুলার খবর, বরিশালের খবর