বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৫৪ অপরাহ্ণ, ২০ মে ২০২১
বরিশালের মেহেন্দিগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান (৩০) উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২০ মে) সকালে এরই ধারাবাহিকতায় বিবাদমান দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান মারা যান।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বরিশালটািইমসকে বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখন কিছু বলতে পারবো না। পরে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’