১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালের মেহেন্দিগঞ্জে ডোবা ও নদী থেকে দুই লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৪ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০১৭

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদী ও ডোবা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

তবে একটি লাশের পরিচয় পাওয়া গেলেও অপরটির পরিচয় মেলেনি।’’

উপজেলার দাদপুর চর এলাকার একটি ডোবা থেকে উদ্ধার মরদেহ ইউসুফ হোসেন বেপারী (২২) নামে এক ব্যক্তির। তিনি ওই এলাকার মো. জামাল বেপারীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বরিশালটাইমসকে জানান- স্থানীয়রা জানিয়েছেন ইউসুফ মৃগী রোগী। প্রায়ই পুকুর, ডোবায় পড়ে যেতো। সেক্ষেত্রে ধারনা করা হচ্ছে- সোমবার
যেকোন সময় সে বাড়ীর পাশ্ববর্তী ডোবায় পড়ে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।’’

অপরদিকে উপজেলার গোলচর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা মৃতদেহটি ৪ থেকে ৫ দিন আগের। অজ্ঞাত ব্যক্তির পরনে প্যান্ট ও গায়ে শার্ট রয়েছে।

ওসি ধারনা করছেন- কোন লঞ্চ থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ময়না তদন্তের জন্য লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।”

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন