৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটেশনে অসমতা দূরিকরণে কর্মশালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৬ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে এমএইচএম সুবিধাদি যুক্ত শৌচাগার স্থাপন করে স্যানিটেশনে অসমতা দূরিকরণে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তারের আয়োজনে বেসরকারি এনজিও সংস্থা ‘আভাস’র সহযোগিতায় বাস্তবায়িত সোমবারের এই কর্মশলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিলের (ডাবিøউ.এস.এস.সি.সি) অর্থায়নে উন্নয়ন সহযোগী টিমের (ইউএসটি) সহায়তায় আভাস বরিশালের সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে আসছে।

অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে এমএইচএম সুবিধাদি যুক্ত শৌচাগার স্থাপন করে স্যানিটেশনে অসমতা দূরিকরণে বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি হাতে কলমে বাস্তবসম্মত ধারণা জ্ঞান দেওয়া হয়।

এই কর্মশালায় বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মইনুল হাসানের সভাপতিত্বে অংশ নেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সহকারি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ অফিসার আব্দুল ওয়াদুদ খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারি শিক্ষা অফিসার মীর মুহাম্মদ জাহিদুল কবির তুহিন, আভাসের প্রকল্প পরিচালক এস এম সিরাজুল ইসলাম এবং সংগঠক ময়ূরী আক্তার টুম্পা। এছাড়া বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও নারী ইউপি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।’

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন