সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে সারাদেশের ন্যায় বরিশালেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আহ্বানে সোমবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্নকাঠীর প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, এই মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে।
একই সাথে তিনি জঙ্গিদেরও সতর্ক করে দেন। বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে, তার রেহাই নেই বলে হুশিয়ারী দেন ভিসি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, রেজিস্ট্রার মনিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল সরকারী বিএম কলেজেও সকাল ১১টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসের বাইরের সড়কে অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক পরিচালক আলোক কুমার সাহা, কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ এস কাইউম উদ্দিন আহম্মেদ প্রমুখ।