বরিশাল: ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষিত বরিশালের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সেলিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার র্যাব-১০ এ তথ্য জানায়। এখন তাকে বরিশাল পুলিশের কাছে সোপর্দ করা হবে। সেলিম হাওলাদারকে সন্ধান দিতে বরিশাল জেলা পুলিশ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।
মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) মো. সাজ্জাদ হোসেন বরিশালটাইমসকে বলেন, মঙ্গলবার ভোরে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নামে ঢাকার সাভার থানা, মাদারীপুর, শরীয়তপুর এবং বরিশাল জেলার বিভিন্ন থানায় হত্যা, খুন, ডাকাতিসহ গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তাকে ধরতে না পেরে জেলা পুলিশ পুরস্কার ঘোষণা করে। এরপরই তিনি আত্মগোপনে চলে যান।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর